স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলে কোটি কোটি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তুলেছে সোনিয়া বামে এক মহিলার বিরুদ্ধে।
রবিবার (১৬ মার্চ) বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ভুক্তভোগীরা।
এসময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন,সোনিয়া আস্ট্রেলিয়া নেওয়ার নাম করে টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমরা সরকারের কাছে দাবী জানাই অতিদ্রুত সোনিয়াকে বিচারের আওতায় আনতে। এছাড়া এউ সোনিয়া টাঙ্গাইল সন্তোষের সাজু মিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করিয়েছে আমরা সাজুর মুক্তি চাই।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিল রকি হায়দার, হাশরত খান ভাসানী সহ সোনিয়া দ্বারা প্রতারিত পরিবারের সদস্যরা।