টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বিশ্বাস বেতকা যুব ও নাগরিক ঐক্যের উদ্যোগে অসহায় ও সুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গোডাউন বাজার এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
বিশ্বাস বেতকা যুব ও নাগরিক ঐক্যের সভাপতি নাসির উদ্দিন নিরুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মালাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় শীতবস্ত্র হিসেবে প্রায় ৩শ’ জনকে কম্বল বিতরণ করা হয়।