টাঙ্গাইল প্রতিনিধি :
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কম্বল বিতরণ করা হয়। জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জিয়াউল হক শাহিনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় সভাপতিত্ব করেন সাকসু সাবেক জিএস চিত্তরঞ্জন দাস নুপুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডঃ আলি-ইমাম তপন, সাবেক সহ-সভাপতি সাদেকুল আলম খোকা প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা কম্বল বিতরণ করছি শীতার্তদের মাঝে।হাসিনা বলে বেড়াতো তিনি পোলায় না তবে তিনি পালিয়েছে। আমরা হাসিনার কঠিন বিচার দাবী করছি।
এসময় প্রায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।