টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভুঞাপুরে রাতে ঘুরে ঘুরে ছিন্নমূল ও প্রান্তিক মানুষজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন। এছাড়া মুক্তিযোদ্ধা ও এতিম খানার শিশুদের মাঝেও বিতরণ করা হয়েছে কম্বল।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার শাহজাহান খান এতিম খানার শিশুদের মাঝে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন। এছাড়া তিনি ভ‚ঞাপুর বাসস্ট্যান্ড, ভুঞাপুর-তারাকান্দি সড়কের পাশে নতুন কাঁচা বাজার, সুইসগেট এলাকাসহ কয়েকটিস্থানে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এদিকে জেলা প্রশাসকের অর্থায়নে উপজেলায় ৭লাখ টাকায় ক্রয় করা কম্বল শীত নিবারণের জন্য দিনমজুর, ভ্যানচালক ও ফুটপাতে থাকা ভবঘুরে মানুষের মাঝে রাতের আঁধারে বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রাতে ঘুরে ঘুরে এসব শীতবস্ত্র দেয়া হয়।
উপজেলায় গত দুইদিন ধরে রোদের দেখা মিলেনি। একদিকে কনকনে ঠান্ডা ও রোদ না উঠায় বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষজন। শীত থাকায় ভুঞাপুর কাচা বাজারে অবস্থিত কম দামের কাপড়ের মার্কেটে শীতবস্ত্র বেচাকেনা বেড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার জন্য ৭লাখ টাকার প্রায় দুই হাজার কম্বল কেনা হয়েছে। এছাড়া পরবর্তিতে যে বরাদ্দগুলো পাওয়া যাবে সেগুলোও নিম্নআয়ের মানুষের মধ্যে বিতরণ করা হবে।