টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ট্রেনে কাটা এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।গতকাল সন্ধ্যা সাত ঘটিকার সময় টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশন সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে টাঙ্গাইল সদর ঘারিন্দা রেল স্টেশন উওরবঙ্গ হতে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন থেকে ঘারিন্দা স্টেশনে নামার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি (২৭ বছর) দুর্ঘটনায় কবলিত হোন ।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আলমগীর হোসেন জানান,মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে । এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।