টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল মেডিকেল কলেজে কর্মরত বিভিন্ন পদের ১৫জনকে কর্মচারীকে অব্যাহতি দেয়া হয়েছে। ওই কর্মচারীরা আউটসোর্সিংয়ে গত ২০২২ সালে হাসপাতালটিতে নিয়োগ পেয়েছিল। তবে অব্যাহতির বিষয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবগত নয় বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক আব্দুল কুদ্দুস।
শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালটি ৫ই আগষ্টের পর সরকার হওয়ায় সম্প্রতি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে নাম করণ করা হয়।
অব্যাহতি পাওয়া কর্মচারীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়ায় চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তাদের নিয়োগের শর্তানুযায়ী ১৬ হাজার ১৩০ টাকা বেতনের মধ্যে দেয়া হত ১০ হাজার করে। সর্বশেষ বিগত ৫মাসে ১২ হাজার টাকা করে দিয়েছে।
গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) টাঙ্গাইল মেডিকেল কলেজে কর্মরত ল্যাব এটেনডেন্ট, ওয়ার্ড বয়, ইলেট্রিশিয়ান, বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী পদের ১৫জনকে অব্যাহতি দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড।
অব্যাহিত দেয়া ওই চিঠিতে বলা হয়েছে, টাঙ্গাইল মেডিকেল হাসপাতালের প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী আউটসোর্সিং পদ্ধতিতে বিভিন্ন পদবীর ৯০জন জনবল সরবরাহ করা জনবলের মধ্যে নিম্নে বর্ণিত পদবীর ১৫জনকে জনবল বিভিন্ন অনৈতিক কর্মকান্ড ও মিটিং মিছিলের সাথে জড়িত থাকায় তাদের নিয়োগপত্রের ৩নং শর্তাবলী অনুযায়ী অফিস শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হওয়ায় তাদের নিয়োগপত্র বাতিল করা হইল।
অব্যাহতি পাওয়া কর্মচারীরা জানান, আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে হাসপাতালে নিয়োগ দেয়া হয়েছিল। সেই সময় নিয়োগ পাওয়া এখনও অনেকেই কর্মরত রয়েছে শুধুমাত্র এই ১৫জনকে অব্যাহতির চিঠি দেয়া হয়েছে। অথচ কেউ কোন দল বা মিছিল মিটিং করেনি কোন খারাপ রেকর্ডও নেই। পর্যায়ক্রমে নিয়োগ পাওয়া ৯০জনই চাকরি থেকে বাদ দেয়া হবে শুনেছি। পরে নতুন করে অন্যদলের লোকজন নিয়োগ দিবে তাদের মত করে। বর্তমানে বিএনপির দুই নেতা হাসপাতালে লোকবল নিয়োগের জন্য দায়িত্ব পেয়েছেন বলে শুনেছি। অব্যাহতি পাওয়া কয়েকজন ওই বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করছে চাকরি ফিরত পাওয়ার জন্য। কিন্তু আমাদের জায়গাতে অন্যদের নিয়োগ দিয়েছে।
অব্যাহতি পাওয়া ল্যাব এটেনডেন্ট পাপিয়া আক্তার বলেন, কর্মচারীদের একটি গ্রুপে অব্যাহতির ওই চিঠি দেয়া হয়েছে। পরে সুপার ভাইজার গ্রুপে অব্যাহতি পাওয়া ১৫জনকে হাসপাতালে আসতে নিষেধ করেন। আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়ায় নাকি আমাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। আমরাতো কোন দল করিনা। কোন কারণ ছাড়াই এমন চিঠি ইস্যু করা হয়েছে। কোম্পানী থেকেও কিছু বলা হয়নি। অব্যাহতির চিঠিটা আদৌ সঠিক কিনা আমরা জানিনা। আমাদের অনেকেই এখনও হাসপাতালে ডিউটি করছেন।
ওয়ার্ড বয় মেরিনা বলেন, ৬মাসের বেতন বকেয়া ছিল। কোম্পানী ৫মাসের বেতন পরিশোধ করা হয়েছে। প্রথমে ১০ হাজার করে বেতন দিতো কিন্তু অব্যাহতি দেয়ার আগে দুই হাজার টাকা বাড়িয়ে ১২ হাজার টাকা করে বেতন দিয়েছে। অথচ শর্তানুযায়ী বেতন দেয়ার কথা ছিল ১৬ হাজার ১৩০ টাকা করে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ভাইজার আল আমিন বলেন, অব্যাহতি পাওয়া কর্মচারীদের বিরুদ্ধে ৫ই আগষ্টের আগে মিছিল মিটিং করা, চাকরির কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। যে কারণে প্রতিষ্ঠান তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ম্যানেজার মো. জিলান বলেন, অব্যাহতি পাওয়া কর্মচারীরা আওয়ামী লীগের সময় রাজনৈতিক প্রোগ্রামে মিছিল মিটিং করেছে। সুপার ভাইজারের দেয়া অভিযোগের প্রেক্ষিতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা, আব্দুল কুদ্দুস বলেন, চাকরি থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি আমরা জানিনা। এই বিষয়ে কোন চিঠি ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে দেয়া হয়নি।