খবরযোগ ডেস্ক: বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের সময় এক দিন বাড়ানোর আবেদন করেছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন জানিয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় আগামীকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
আজ বিকেলে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট আগামীকাল জমা দেওয়া হবে। এ ঘটনায় সংগ্রহ করা নমুনা বিদেশেও পাঠানো হবে পরীক্ষার জন্য।
গত ২৫ ডিসেম্বর রাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটে ৭ নম্বর ভবনে। আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ভবনটির ক্ষতিগ্রস্ত তলাগুলো আপাতত ব্যবহার করার মতো অবস্থায় নেই।
এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছিল।