খবরযোগ ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই-আগস্টের বিপ্লবের সময় প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনা হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, যেসব কূটনীতিকরা জুলাই-আগস্টের বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের শাস্তির আওতায় আনা হবে। জেল থেকে প্রবাসীদের পুনর্বাসনে সহায়তা করার জন্য বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কাজ করবে বলেও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা উপদেষ্টা।