টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে বিশ্বাস বেতকা এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে কেরাম ও দাবা খেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও টাঙ্গাইলে আন্দোলনে অনশগ্রহণ কারী ছাত্র প্রতিনিধিদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্বাস বেতকা এলাকায় বিশ্বাস বেতকা যুব ও নাগরিক ঐক্যের আয়োজনে এ খেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় কৃষিবিদ নাসির উদ্দিন নিরোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা,পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম খান জসিম, সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব আব্দুস সালাম,বিশ্বাস বেতকা যুব ও নাগরিক ঐক্যের উপদেষ্টা হারুন মিয়া, ছাত্র প্রতিনিধি আল আমিন, মনিরুল ইসলাম, আল আমিন সিয়াম, ইফফাত রাইসা নূহা ও ফরাশ প্রমূখ।
খেলায় অংশগ্রহণ করে দুরন্ত (মালা+শান্ত) ও টিম আয়োজন (সুমন+সজিব) দাবা খেলায় অংশগ্রহণ করে লাবু বনাম সোহেল।খেলায় জয়ী হয় দুরন্ত টিম। দাবা খেলায় বিজয়ী হয় লাবু।
অনুষ্ঠান শেষে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নের্তৃত্বদান কারী ছাত্র প্রতিনিধিদেরকে সংবর্ধনা দেওয়া হয়।