খবরযোগ ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদার রেট আগের চেয়ে হয়তো বাড়াইয়া দিছে। আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, হাসিনা সরকারের পতনের পর বিএনপি এখন সেই কাজই করছে। তবে জামায়াতে ইসলামী কিন্তু এসব করছে না।’
শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে দলের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। সখীপুর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে কাদের সিদ্দিকীর বাসভবনের সামনে এ বর্ধিত সভার আয়োজন করে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ। সভায় সভাপতিত্ব করেন দলটির উপজেলা সভাপতি আবদুস সবুর খান।
সভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘আপনাদের মানুষের কাছে যেতে হবে, মানুষের সেবা করতে হবে। শেখ হাসিনার মতো আওয়ামী লীগ করা যাবে না। আওয়ামী লীগ করতে হবে ভাসানীর মতো, আওয়ামী লীগ করতে হবে বঙ্গবন্ধুর মতো। শেখ হাসিনার সরকার মানুষকে অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে। এ জন্য হাসিনার ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে।’
কাদের সিদ্দিকী বলেন, ‘কেউ যদি মনে করেন স্বাধীনতাকে মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন তাহলে তাঁরা আহাম্মকের রাজ্যে বাস করছেন। কেউ কেউ ধারণা করেছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসিনাকে আবার সরকারে বসাবেন, তাঁরা ভুল করছেন। এটা অসম্ভব। ১৯৭১ সালেও আমেরিকার প্রেসিডেন্ট কিসিঞ্জার চেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের বিজয় হয়েছিলই।’
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা কমিটির সহসভাপতি সানোয়ার মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, হাবিবুন নবী সোহেল, ইমরুল শিকদার প্রমুখ বক্তব্য দেন।