টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু মুক্তি পাওয়ায় টাঙ্গাইলে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রবিবার(১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা বিএনপির নেতাকর্মীরা এ মিষ্টি বিতরণ করে।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন,টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু মুক্তি পাওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি জাগ্রত হয়েছে। টাঙ্গাইল বাসী আজ খুবই আনন্দিত।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা বলেন,মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবৎ স্বৈরাচার হাসিনা সরকার জেলে আবব্ধ রেখেছিলো। বর্তমান সরলার নিরপেক্ষ বিচর বিভাগ করায় আজ আমরা ন্যায় বিচার পেলাম। আমরা টাঙ্গাইল বাসী আজ অনেক আনন্দিত।