নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলে বাসাইলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার কাশিল বটতলায় বাসাইল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আওয়ামী লীগের আমলে কারাভোগকারী প্রায় ২৫জন নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াটিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ মনা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহিদুল ইসলাম, করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টু, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর, সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম পাপ্পু, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নিজামুল হক রুপম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান নাদু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নূরুল ইসলাম ও যুবদল নেতা জাকারিয়া। অনুষ্ঠানের শেষে খাবার বিতরণ করা হয়।