টাঙ্গাইল প্রতিনিধি:
গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম ওরফে ভিপি নুর বলেছেন,কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে জন্ম দিয়েছি আমরা। সরকারী সরকারি চাকুরীতে একটি বৈষম্য এটা পরিবর্তন দরকার। রাজনৈতিক দলগুলো যারা গত ৫০ বছর ক্ষমতায় ছিলো যারা লংকায় যায় তারাই রাবন হয়, যেই সরকারে যায় পুলিশ বলেন প্রশাসন বলেন সব তাদের নিয়ন্ত্রণে নেয় সব কিছুতে তাদের নিয়মে পরিচালনা করার চেষ্টা করে। শুধু হাসিনার পনেরো বছর না যে দল ক্ষমতায় ছিলো তারাই এরকম করেছে।
আজ বুধবার (১৬ অক্টোবর) রাত ৯ টার দিকে টাঙ্গাইলের গোপালপুরের নলিন বাজারে হেমনগর ইউনিয়ন গণ অধিকার পরিষদের আয়োজনে পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন,শেখ হাসিনা যেভাবে নিজেকে আল্লাহ খোদা পর্যায়ে নিয়ে মানুষের উপর যেভাবে জুলুম ধরন পিড়ন করেছে নির্যাতন নিপিড়ন চালিয়ে দেশে যে একটা রাম রাজত্ব চালিয়েছিলো আল্লাহ খোদাকে ভয় করেন নাই এই রকম ভাবে আবার কেউ করে নাই। নিজেকে প্রায় নমরুদের কাতারে নিয়ে গেছিলো।
এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,২৪ সালের যে দ্বিতীয় মুক্তি এটা যদু সংস্কার না হয় তাহকে এই বিপ্লব বিফল হয়ে যাবে। তাই আমাদের দেশের সংস্কার দরকার। আমরা ২১ সালে বলেছিলাম কোন ব্যক্তি ২ বারের বেশি সরকার প্রধান থাকতে পারবেনা। তাই সবাইকে সাথে থেকে দেশ সংস্কার করতে হবে।
দলের দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান বলেন,যারা এলাকায় এলাকায় নির্যাতন করেছে তারা আজ পালিয়ে বেড়াচ্ছে। যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধেই গণঅধিকার পরিষদ দাড়াবে।
এসময় শাকিলুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আব্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, তছলিম ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী।
পথসভা শেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইমনের কবর জিয়ারত করেন ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।