টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি জমা দিয়েছে।সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে টাঙ্গাইল নার্সিং ইনস্টিটিউট থেকে একটি মিছিল বের হয়ে ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের সামনে দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমবেত হয়ে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেন।
বিক্ষোভকালে তারা বলেন, নার্সিং ও মিটওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং কাউন্সিলরের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রারপদ থেকে প্রশাসন ক্যাডারের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী আন্দোলনে জেলার বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নার্স ও মিডওয়াইফারি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের জেলা আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব ইমরুল হাসান সহ বিভিন্ন কর্মকর্তারা।