টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৯টায় টাঙ্গাইল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাস বেতকার ঢাকা রোডে জেলা যুবদলের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) জাহিদ হাসান মালার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী শফিকুর রহমান লিটন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান শফিকুল ইসলাম,যুবদলের সাবেক আহবায়ক আশরাফ পাহেলী,জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুল হক ভিপি মনির।
এসময় বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি দেশের গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির পুনরুত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।










