টাঙ্গাইল প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দেওয়া সৈয়দ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, টাঙ্গাইল জেলা।
এক শোকবার্তায় সংগঠনটি জানায়, এই নৃশংস ও কাপুরুষোচিত হত্যাকাণ্ড প্রমাণ করে—গণমানুষের ন্যায্য দাবি, গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজের পক্ষে উচ্চকণ্ঠ হলেই রাষ্ট্র ও সন্ত্রাসী শক্তির রক্তচক্ষুর শিকার হতে হয়। জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখে সৈয়দ ওসমান হাদি যে সাহস, দৃঢ়তা ও রাজনৈতিক স্পষ্টতার পরিচয় দিয়েছেন, তা ছাত্র–যুবসমাজের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় শহীদ সৈয়দ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও সংগঠনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে এই রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, টাঙ্গাইল জেলার সভাপতি ছাত্রনেতা ফাতেমা রহমান বীথি বলেন, সন্ত্রাস, দমন–পীড়ন কিংবা হত্যার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
তিনি আরও বলেন, সৈয়দ ওসমান হাদির রক্তের দায় এ দেশের অন্তর্বর্তীকালীন সরকার ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতেই হবে। ওসমান হাদির রক্তকে ধারণ করে আন্দোলন আরও বেগবান হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।










