নিজস্ব প্রতিবেদক
বিনোদন জগতের জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েবকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অনন্য সংগঠন। পিয়াস আফ্রিদির উদ্যোগে ২০২০ সালে যাত্রা শুরু করে ‘সুপারস্টার ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাব’।
জানা যায়, ২০১৮ সালে ফেসবুকের মাধ্যমে প্রথম চিত্রনায়ক ডিএ তায়েবের সাথে পরিচিত হন পিয়াস আফ্রিদি। তবে তার অনেক আগেই নাটক ও টেলিফিল্মে ডিএ তায়েবকে দেখা শুরু করেছিলেন তিনি। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোনা বন্ধু’ সিনেমাটি হলে গিয়ে উপভোগ করেন পিয়াস। তখন থেকেই এই অভিনেতার প্রতি তার ভক্তি ও ভালোবাসা আরও গভীর হয়।
পিয়াস আফ্রিদি জানান, ফ্যান ক্লাব গড়ার ভাবনা আসে অনেক আগে থেকেই। ২০২০ সালে ফেসবুকের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে প্রস্তাব করি ডিএ তায়েবের নামে একটি সংগঠন করার। বন্ধুদের সম্মতিতেই গড়ে ওঠে সংগঠনটি। এর সূচনালগ্নে ছিলেন— শরিফুল ইসলাম, এপেক্স সাঈদ আহসান, অপু চৌধুরী, জাফর হোসেন শিথিল, আশিকুর রহমান, মোঃ ফারুক হোসেন, সোহান খান, আসাদুজ্জামান উজ্জ্বল, কামাল হোসেন, ফজল মাহমুদ, শুভ সতুসহ আরও অনেকে।
তিনি আরও বলেন, যাত্রার পর কিছু সদস্য আলাদা হয়ে গিয়ে ‘সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাব’ নামে আরেকটি সংগঠন গড়ে তোলেন। তবে মূল সংগঠনটি শুধু বিনোদনমূলক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে পরিচিতি লাভ করেছে।
প্রতি বছর অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন, ঈদে দুস্থদের সহযোগিতা এবং নানা মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে এই সংগঠন।
সংগঠনের টানা তিনবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে সিনিয়র সহ-সভাপতি হিসেবে কাজ করছি।
পিয়াস আফ্রিদি বলেন, “সকলের দোয়া ও সহযোগিতায় ইনশাআল্লাহ আজীবন এ সংগঠনের সাথে থাকবো। আমরা সবাই মিলে যতটুকু পারি মানবিক কাজ চালিয়ে যাবো।”