টাঙ্গাইল প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইল সদর আসনে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। গণসংযোগ, মিছিল, সমাবেশ এবং বিভিন্নভাবে বিএনপিসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চলছে। চায়ের দোকানে, পথে চলতে চলতে, ঘরে-বাইরে আলোচনায় কে মনোনয়ন পাবেন, কার কর্মী বেশি—এসব নিয়েও আলোচনা শুরু হয়েছে। এই আসনে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন মনোনয়নপ্রত্যাশীরা।
এরি ধারাবাহিকতায় গণ সংযোগের পাশা-পাশি টাঙ্গাইলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রতিনিয়ত উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিয়ে যাচ্ছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল-৫ (সদর) আসনের জেলা শহর থেকে গ্রামাঞ্চলে নানা ভাবে ব্যাপক প্রচারণা চিলিয়ে যাচ্ছেন বিএনপির এই প্রার্থী। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে দিচ্ছেন আধুনিক টাঙ্গাইল গঠনের নানা প্রতিশ্রুিতি। বিরামহীন এই প্রচারণায় সকলের প্রিয়জন থেকেই সময়ের প্রেক্ষাপটে এখন টুকুকেই প্রয়োজন বলে মনে করছেন এই আসনের ভোটাররা। টাঙ্গাইলে তৃণমূলের নেতা-কর্মীদের কাছে গ্রহনযোগ্যতা আর সাধারণ মানুষদের কাছে ব্যাপক জনপ্রিয়তার কথার সুর শুনাগেছে টুকুকে নিয়েই। তাই সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন এবং ব্যক্তি পর্যায়ের অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশি সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিনিয়ত খবর রাখছেন এই আসনের পিছিয়ে পড়া জনগোষ্ঠির মানুষদের।