টাঙ্গাইল প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে ঢালাই করা ৩শ’ মিটার সড়ক ভেঙ্গে রড বের হয়ে গেছে। রডের আঘাতে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে গাড়িগুলো ভাঙ্গা অংশ পাশ কাটাতে গেলেই সৃষ্টি হয় যানজটের। দীর্ঘদিনের খানাখন্দের বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগকে জানিয়ে কোন সুরাহা না পাওয়ায় প্রতিবাদ স্বরূপ ব্যক্তি উদ্যোগে ঢালাই করে দিয়েছে খবরযোগের সম্পাদক এম এ রাজ্জাক। শনিবার সকাল ১১টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ৩টি ভাঙ্গা অংশ সংস্কার কাজ শুরু করেন।
সাংবাদিক এম এ রাজ্জাক বলেন, এই মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক। এই সড়কে ঢালাই ভেঙে রড বের হয়ে গেছে। কিছুদিন আগেও এই রাস্তা মেরামত করেছে। মেরামতের ১ দিন পরই আবার ভেঙ্গে যায়। তারপর থেকে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। ফোন দিলেও ধরে না। তাই প্রতিবাদ স্বরূপ নিজ উদ্যোগে রাস্তার মেরামত কাজ শুরু করলাম। স্থায়ীভাবে না পারলেও চেষ্টা করছি রডের আঘাত থেকে পথচারী ও পরিবহন চালকদের বাচাতে।
এবিষয়ে খবরযোগের সম্পাদক এম এ রাজ্জাক ট্রাফিক পুলিশের সহায়তার জন্য পুলিশ সুপারের বরাবর আবেদন করেছিলেন। আবেদনের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে সহযোগিতা করতে আসে।