স্টাফ করেসপনডেন্ট:
পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার অপেক্ষায় থাকা টেলিভিশন চ্যানেল (স্টার নিউজ) এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি সাজিরুল ইসলাম সঞ্চয়।
নিয়োগে কেন্দ্রীয় জামায়াতের একজন শীর্ষ নেতার সুপারিশ রয়েছে বলে নিশ্চিত করেছেন টেলিভিশনের প্রধান নির্বাহী কামাল বাবু।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি সাজিরুল ইসলাম সঞ্চয়ের নিয়োগকে কেন্দ্র করে জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। সর্বত্রই প্রশ্ন- একজন পদধারী ছাত্রলীগ নেতা কীভাবে এখনো নিয়োগ পায়।
অভিযোগ রয়েছে এই নিয়োগের পেছনে কেন্দ্রীয় এক জামায়াত নেতার হাত রয়েছে। জামায়াতের ওই নেতা এবং জেলা পর্যায়ের একজন শীর্ষ নেতার সুপারিশ রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
জানা যায়, সাজিরুল ইসলাম সঞ্চয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শিয়ালকোল ইউনিয়ন সভাপতি।
জুলাই আন্দোলনে ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্টের (২০২৪) পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দলীয় পদে থাকা সত্ত্বেও গত ৯ আগস্ট স্টার নিউজ এর প্রধান নির্বাহী নিয়োগ দেন বলে টেলিভিশন সূত্র নিশ্চিত করেছে।
তার এই ক্ষমতা ও শক্তির উৎস হিসেবে আলোচনায় উঠে এসেছে সিরাজগঞ্জ জেলার এক জামায়াত নেতা এবং কেন্দ্রীয় পর্যায়ের একজন শীর্ষ নেতার সুপারিশ থাকায় সপদে আজও বহাল রয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর ইউনিয়ন সভাপতি সাজিরুল ইসলাম সঞ্চয়। এমন অভিযোগ করেছেন একই পদে আবেদনকৃত একাধিক চাকরি প্রার্থী।
একই পদে আবেদনকৃত চাকরি প্রার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হয়েও সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে শুধুমাত্র জামায়াত নেতার সুপারিশে চাকরিতে বহাল রয়েছেন। আমরা যারা প্রার্থী রয়েছি, আমাদের কারো পক্ষে বিএনপি-জামায়াতের আত্মীয়তার পরিচয় এবং সুপারিশ না থাকায় বিবেচনার বাইরে রয়েছি। অবিলম্বে এই চিহ্নিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এদিকে সাজিরুল ইসলাম সঞ্চয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং ছাত্রলীগের পদে থাকার বিষয়ে তিনি বলেন, আমাকে জোরপূর্বক ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি বানিয়েছিল। আমি চাপে পড়ে ছাত্রলীগ করেছিলাম।
স্টার নিউজ এর প্রধান নির্বাহী কামাল বাবু বলেন, সাজিরুল ইসলাম সঞ্চয় কে নিয়োগ দেওয়ার জন্য জামাতের বড় সুপারিশ আছে।