নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের শাজাহান সিরাজ কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম মনসুরুর রহমানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ) বিকেলে কলেজের রাবেয়া সিরাজ একাডেমিক ভবনের হলরুমে এই আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিণী ও কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সালেহা খান। সভাপতিত্ব করেন শাজাহান সিরাজ কলেজের বর্তমান অধ্যক্ষ মজিবর রহমান।
অনুষ্ঠানে বক্তারা মরহুম অধ্যক্ষ মনসুরুর রহমানের শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, “অধ্যক্ষ মনসুরুর রহমান ছিলেন নির্লোভ, সৎ, মিষ্টভাষী ও হাস্যোজ্জ্বল একজন মানুষ। তিনি ছিলেন শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি কলেজের মানোন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন।”
স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সভাপতি সারওয়াত সিরাজ সুক্লা, মরহুমের কন্যা মাসুমা রহমান ঝুমু, প্রাক্তন শিক্ষক লাল মিয়া, গোপাল চন্দ্র সাহা, আব্দুল হালিম, জহরুল হক বাদল মাহমুদ, কলেজ শিক্ষক শফিকুল ইসলাম, লুৎফর রহমান, মতিন মহিলা কলেজের সাদিকুল ইসলাম, প্রাক্তন ছাত্রনেতা হাবিবুর রহমান ঠান্ডু ও কর্মচারী খাদেমুল ইসলাম।
স্মরণসভা সঞ্চালনা করেন কলেজের শিক্ষক তারিকুল ইসলাম।
জানা গেছে, অধ্যক্ষ মনসুরুর রহমান গত ১৬ জুলাই ২০২৫ তারিখে কালিহাতী পৌরসভার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তাঁর গ্রামের বাড়ি সখিপুর উপজেলার কালিয়ান গ্রামে। জীবদ্দশায় তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন এবং শিক্ষাক্ষেত্রে অমূল্য অবদান রেখে গেছেন।
অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।