স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ-সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান আসিফ মাহমুদ।
এর আগে, চারটি সংশোধিত অধ্যাদেশের খসড়া গত ১ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করার কথা। আজ উপদেষ্টা পরিষদ সেই খসড়া অনুমোদন করল।
নতুন এ সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। প্রার্থীরা সবাই হবেন নির্দলীয়, যা এখন স্বতন্ত্র নামে পরিচিত।
উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু হয়। এরপর থেকে নির্বাচন বিশ্লেষক ও বিভিন্ন রাজনৈতিক দল বারবার এ ব্যবস্থার সমালোচনা করে আসছিল। নির্বাচন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনেরও সুপারিশ ছিল প্রতীক বাদ দেওয়ার পক্ষে।
নতুন এই সিদ্ধান্তে অনেকে আশা করছেন— রাজনৈতিক দলের বাইরে থাকা যোগ্য, জনপ্রিয় ও সৎ ব্যক্তিরা এখন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী হবেন