অভ্যুত্থানের আন্দোলনকারী সোহেল রানা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
মোহাম্মদপুর থানার এই মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিকেও গ্রেফতার দেখানো হয়। এছাড়া, বিভিন্ন থানার মামলায় সাবেক সিনিয়র তথ্য সচিব এন এম জিয়াউল আলমসহ ৪ জনকে গ্রেফতারের আদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে, আসামিপক্ষের আইনজীবীর অভিযোগ, সুনির্দিষ্ট কারণ ছাড়াই মামলার আসামি করা হচ্ছে অভিযুক্তদের।
গেল ৫ আগস্ট, মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে ছাত্র-জনতার সাথে বিক্ষোভ মিছিলে যোগ দেন সোহেল রানা। এসময়, এলোপাতাড়ি গুলিতে আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন সোহেল রানা। এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি।
/এটিএম