বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনার আমলে যেসব প্রতিষ্ঠান হয়েছে সেগুলো বন্ধ না করে সরকার থেকে প্রশাসক নিয়োগের মাধ্যমে যেন তা সচল রাখা হয়, তা না হলে বেকারত্ব বাড়বে। বাংলাদেশ যতদিন থাকবে সংস্কার থাকবে। এ সময় নির্বাচন কমিশনারের কথায় বিএনপি অত্যন্ত সন্তুষ্ট বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৫ এপ্রিল) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারমার তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণ-আন্দোলনে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের অপারেশনের জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপির মানবিক শাখা হিসেবে কাজ করছে ‘আমরা বিএনপি পরিবার’। সুখে দুঃখে আমরা যেন অসহায় পরিবার গুলোর পাশে থাকতে পারি।
বিএনপির এই নেতা বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর ৬০ লাখ মামলা দেয়া হয়েছে। এর মধ্যেই আবার ফ্যাসিবাদের কন্ঠ শুনতে পাই। ফ্যাসিবাদের অনেকেই এখনও গ্রেফতারের আওতার বাইরে। মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে তারাও ধরাছোয়ার বাইরে। এসব বিচারকরাই ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করেছে। এখনতো প্রশাসনের উপর কোন হস্তক্ষেপ নেই তাহলে কেন ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনা হচ্ছে না এমন প্রশ্নও রাখেন তিনি।
/এএস