শব্দ দূষনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উচ্চ মাত্রার শব্দ নিয়ন্ত্রণে আচরণগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের পরামর্শমূলক কর্মশালায় পরিবেশ এ আহ্বান জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, রাস্তার পাশে হঠাৎ করেই উচ্চস্বরে চিৎকার করে কথা বলা, যানবাহনে অতিরিক্ত হর্ন বাজানো কিংবা মাইক ব্যবহারে সীমালঙ্ঘন, এগুলো শুধু আইন লঙ্ঘন নয়, এগুলো আচরণগত অবক্ষয়ও বটে। আচরণ পরিবর্তনের জন্য গণসচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবি।
বহুদিনের সমস্যা একদিনে নিরসন সম্ভব না হলেও উপদেষ্টা প্রত্যাশা করে বলেন, প্রক্রিয়া শুরু করলে শব্দ দূষণ দূর করা সম্ভব হবে। জরুরি অবস্থা ব্যতীত সাইরেনের ব্যবহার নিয়ন্ত্রণ করার প্রতি তাগিদ দেন সৈয়দা রিজওয়ানা। এছাড়া হাইড্রোলিক হর্নের আমদানি নিষিদ্ধ হওয়ায় আমদানিকারকদের পাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
এসময় আলোচকরা বলেন, আইনের প্রয়োগ না হলে কোনও পদক্ষেপই বাস্তবায়ন হবে না। আগে আইন প্রয়োগ করতে গেলে রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত হতে হতো। তবে এখন আইন ও নিয়মনীতির সংস্কার করার উপযুক্ত সময় বলেও উল্লেখ করেন তারা।
/এমএইচ