ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, ডিস্ট্রিক্ট গেট, বটতলা মোড় এলাকা প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাবেদ,আলামিন,মুন্না, মনিরুল ইসলাম, ইমরান কবীর, এস এম কামরুল ইসলাম, আল আমিন সিয়াম, সিয়াম শাহরিয়ার,ফারদিন,নয়ন, অপরুপা, সুমাইয়াসহ অনেকে।
এ সময় বিভিন্ন স্লোগানে ফিলিস্তিনির পক্ষে সমর্থন জানায় তারা।
বক্তারা বলেন, অতিদ্রুত ফিলিস্তিনির মুসলিমদেরকে উদ্ধার করতে হবে। তাদের ওপর ইসরায়েলের নির্যাতন বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশের সকল নাগরিক ইসরায়েলের পণ্য বয়কট ঘোষণা করছি।