‘এক সাগর রক্তের বিনিময়ে’ অর্জিত স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে ঝরে পড়েছে বৈষম্যমুক্ত ও বিভাজনহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা।
বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে একাত্তরের বীর শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ।
এ দিন, ভোর থেকে হাজারো মানুষ হাতে ফুল নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকে। বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ বেদী ফুলে ফুলে সজ্জিত হয়ে ওঠে, এবং দলে দলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে প্রবেশ করতে থাকে। লাল-সবুজের পোশাক পরিহিত শিশু, কিশোর থেকে বয়োবৃদ্ধরা একত্রে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামক অভিযানে নিরস্ত্র মানুষদের ওপর ঝাঁপিয়ে পড়ে, এবং সেই রাতে ঢাকায় গণহত্যা চালায়। এরপর নয় মাসের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসীম ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
এবার, স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন হচ্ছে এমন এক সময়ে, যখন তরুণ প্রজন্ম ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানের পথ ধরে ‘বৈষম্যহীন’ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।