দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশ হেফাজত থেকে রয়েল নামে এক মাদক ব্যবসায়ী গ্রিল ভেঙে পালিয়ে গেছেন। তাকে ফেনসিডিলসহ আটক করেছিল পুলিশ।
রোববার (২৩ মার্চ) ভোর ৫টার দিকে উপজলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সোমবার।
পলাতক আসামি রয়েল (৩৫) উপজেলার কুশদহ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত্যু সাকাদ আলীর ছেলে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, যৌথবাহিনী গত শনিবার রাতে অভিযান চালিয়ে রয়েল নামে একজন মাদক ব্যবসায়ীকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রাখেন। পরে রুমে থাকা অবস্থায় সেখান থেকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। তাকে ধরার জন্য চেষ্টা চলছে।