খবরযোগ ডেস্ক: লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। তিনি বেশ ভালো আছেন। কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে। বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে পরীক্ষার রিপোর্টের সঙ্গে লন্ডন ক্লিনিকের রিপোর্টের মধ্যে পার্থক্যও উনিশ-বিশ।
রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এসব কথা জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। এ ছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও জানিয়েছেন, ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
লন্ডন থেকে খালেদা জিয়ার ওই চিকিৎসক বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। শুধু কিছুটা ভোগাচ্ছে লন্ডনের আবহাওয়া। লন্ডনে এবার বেশি শীত পড়েছে। মেডিকেল বোর্ড চেষ্টা করছে কীভাবে লিভার প্রতিস্থাপন করা যায়। আগেও বলেছি, এখানে বয়স একটা বড় ফ্যাক্টর। ঝুঁকির কারণে শেষ পর্যন্ত নাও হতে পারে। প্রয়োজনীয় কিছু পরীক্ষা একাধিকবার করা হচ্ছে। যাতে লিভার প্রতিস্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।’
তিনি আরও বলেন, চিকিৎসকরা কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ম্যাডাম ক্লিনিকেই থাকবেন। হাসপাতালে প্রতিদিন পরিবারের সদস্যরা যাওয়া-আসা করছেন। পরিবারকে কাছে পেয়ে শারীরিক ও মানসিক অবস্থা অনেকটা ভালো তার।
ওই চিকিৎসক জানান, অসুস্থ চেয়ারপারসন সব খাবার খেতে পারেন না। চিকিৎসকদের পরামর্শে তরলজাতীয় খাবার দেওয়া হচ্ছে। নিয়মিত বাসা থেকে স্যুপ, ডালসহ নানাজাতীয় তরল খাবার তৈরি করে হাসপাতালে নিয়ে আসেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিন নাতনিও অদলবদল করে হাসপাতালে থাকছেন।
ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল বলেন, ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম আমার খোঁজখবর নিয়েছেন। এরপর নাতি-নাতনি ও ছেলেমেয়েরা কেমন আছে জানতে চেয়েছেন? দেশের অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছে? সবার কথা জিজ্ঞেস করেছেন। তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি, অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন। মানসিকভাবে বেগম জিয়া সব সময় শক্তিশালী ছিলেন। সে জন্য এখনো এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিনে খুঁজে পাওয়া যেত না।’
গত বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়াকে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন।