খবরযোগ ডেস্ক: দীর্ঘ প্রায় সাড়ে ৭ বছর পর দেখা হলো মা-ছেলের। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান।
বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে পৌঁছে।
তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। মাকে পেয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
এ ছাড়া বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।
বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। এজন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
২০০৭ সাল থেকে লন্ডনে রয়েছেন তারেক রহমান। সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর আর কোনো বিদেশ সফর করেননি তিনি। ছেলের সঙ্গে সরাসরি দেখাও হয়নি তার।
এর আগে যাত্রাবিরতিতে কাতারের দোহা বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। এর আগে রাত ১০টা ৫৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন বিমানবন্দরে পৌঁছান।