এএফপি যুক্তরাষ্ট্র: তাইওয়ানের কাছে আরও সাড়ে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুদ্ধবিমান, রাডারের যন্ত্রাংশ ও যোগাযোগের জন্য বিভিন্ন সামগ্রী রয়েছে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি সংস্থা এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দ্বীপরাষ্ট্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থনদাতা ও বৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র।
ডিফেন্স সিস্টেম কো-অপরারেশন এজেন্সি এক বিবৃতিতে বলেছে, অস্ত্র বিক্রির চুক্তি অনুযায়ী তাইওয়ানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান ও রাডারের যন্ত্রাংশ বিক্রি করা হবে। যার আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ডলার। এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে।
এ ছাড়া কৌশলগত যোগাযোগব্যবস্থা সামগ্রীও রপ্তানি করা হবে তাইওয়ানে। যার অর্থমূল্য প্রায় সাড়ে ছয় কোটি ডলার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এ চুক্তি অনুমোদন করেছে।
স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। দীর্ঘদিন ধরেই তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে চীন।