টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাবদুল সেকের ছেলে শাহজল সেক, একই গ্রামের আক্তার আলীর ছেৱ রবিজল সেক, পিকআপ চালক মহালগিরি বাজার এলাকার হেকমত আলীর ছেলে সুজন মিয়া এবং পিকআপের হেলপার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন।
স্থানীয় মকবুল হোসেন নামে একজন বলেন,এই রোডে বিনিময় গাড়ি যেন বিমান। এই গাড়ির চাপায় যেন শতাধিক মানুষ মারা গেছে। মধুপুর ধনবাড়ি রোডে দূর্ঘটনা মানে বিনিময় গাড়ি। আমরা এই বেপরোয়া গতি থেকে মুক্তি চাই।
হাসেন আলী নামে অপর একজন বলেন,সাবেক কৃষি মন্ত্রীর মামাতো ভাই হারুনার রশিদ হিরা সহ মন্ত্রীর আত্নীয় স্বজনরা এই বিনিময় গাড়ি এই রোডে চালায়। আগে থেকে এই রোডে বেপরোয়া ভাবে চলে গত বছর শোলাকুড়ি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩ জন মার যায় এই বিনিময় গাড়ির চাপায়। এলেঙ্গা থেকে ধনবাড়ি পর্যন্ত বিনিময় গাড়ি যেন মরণ ফাদঁ। এই গাড়ির চালকরা মনে করে যেন হেলিকপ্টার চালাচ্ছি।
বিনিময় গাড়ির মালিক হারুনার রশিদ হিরার সাথে যোগাযোগ করার চেষ্ঠা করলে পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি জানান, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সাথে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। পরে গুরুত্বর আহতবস্থায় পিকআপে থাকা দুইজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেয়া হলে সেখানের তাদের মৃত্যু হয়। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।