আন্তর্জাতিক ডেস্ক :
কোয়েটা বিভাগের কমিশনার হামজা শাফকাত নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, এটি একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ। রেল কর্তৃপক্ষকে ট্রেন সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, বেসামরিক নাগরিক ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।
নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
এক সপ্তাহ আগে বেলুচিস্তানের মাসতুং জেলায় মেয়েদের একটি স্কুল ও হাসপাতালের কাছে বোমা বিস্ফোরণে পাঁচ শিশুসহ আটজন নিহত হওয়ার পর আজ এই ঘটনা ঘটল।দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ১১ অক্টোবর থেকে কোয়েটা ও পেশোয়ারের মধ্যে ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছিল পাকিস্তান রেলওয়ে।