খবরযোগ ডেস্ক: টাঙ্গাইল-মধুপুর আঞ্চলিক মহাসড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবাহী ট্রাক খাদে পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, ভোর ৫টার দিকে সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
জানা যায়, ভোর ৫টার দিকে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবাহী ট্রাকটি খাদে পড়ে যায়। এতে অজ্ঞাত ব্যক্তি নিহত হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মধুপুর উপজেলার ট্রাক ও কভার্ডভ্যান ইউনিয়নের শ্রমিকরা এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়।