খবরযোগ ডেস্ক:
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে সচিবালয়ের অভিমুখে যাত্রা করতে গেলে পুলিশের জলকামানে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ২টা ১০মিনিটে হাইকোর্ট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক আন্দোলনকারীকে পুলিশ আটক করলেও পরে তাকে অন্যদের দাবির মুখে ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টায় শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সেখানে অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় শাহবাগ ত্যাগ করে পদযাত্রা করেন তারা। এ সময় তারা শাহবাগ-রাজু ভাস্কর্য-দোয়েল চত্বর-হাইকোর্ট মোড় হয়ে সচিবালয়ের উদ্দেশ্য যাত্রা শুরু করেন। হাইকোর্ট মোড়ে পুলিশ স্বাভাবিকভাবে থামানোর চেষ্টা করলে, সেই বাঁধা উপেক্ষা করে কিছুদূর এগোতেই ফের পুলিশের বাধার মুখে পড়েন। পরবর্তীতে ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেডের সামনে ব্যানার নিয়ে বসে পড়েন। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর জলকামান প্রয়োগ করে ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে পড়েন ৩৫ প্রত্যাশীরা।
৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের অন্যতম সংগঠক মো. হারুন বলেন, ‘আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা পাঁচটার দিকে টিএসসিতে সংবাদ সম্মেলন ডেকেছি। সেখানে আমরা আজকের ঘটনা এবং পরবর্তীতে আমাদের কী কর্মসূচি হবে তা জানাব।’
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ‘শুরুতে তাদের কর্মসূচি শাহবাগে ছিল, পরে সেখান থেকে তারা শহিদ মিনারে শান্তিপূর্ণ আন্দোলন করবে বলে জানায়। কিন্তু সেটি না করে তারা সচিবালয়ের দিকে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের ওপর জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনা কাউকে আটক করা হয়নি।’
গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তিতে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের কথা জানানো হয়।
এদিকে ওই বৈঠকে বিসিএসে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবে। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। ওইদিন সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্ত প্রত্যাখান করে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।