খবরযোগ ডেস্ক :
এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা পরীক্ষার্থীরা প্রকাশিত ফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের আটক করে পুলিশের দুটি প্রিজনভ্যানে তোলা হয়।
এর আগে বিকেল ৩টায় পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়া দেড় থেকে দুই শতাধিক শিক্ষার্থীর অনেককে লাঠিচার্জ করে বের করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এদের মধ্য থেকে এই ৫৩ জনকে আটক করা হয়।
সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার কথা বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাদের সচিবালয় থেকে বের হতে বলে। কিন্তু তারা বের না হওয়ায় লাঠিচার্জ করে সেনাবাহিনী ও পুলিশ।
গত ১৫ অক্টোবর ফলাফল প্রকাশের পর থেকেই অকৃতকার্য শিক্ষার্থীরা ঘোষিত ফল বাতিলের দাবি জানিয়ে সারাদেশে বিক্ষোভ করছে।