টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষের পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে ছাত্ররা।
আজ রবিবার(২০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে মেডিকেল কলেজের করিডোরে তারা এ মানববন্ধন করেন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের দোষর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: শহিদুল্লাহ কায়সারের পদত্যাগ দাবী করছি। শহিদুল্লাহ কায়সার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে। সে ২০ কর্ম দিবস মেডিকেল কলেজে উপস্থিত নেই। আমরা এই উপাধ্যক্ষের পদত্যাগ সহ উপযুক্ত বিচার দাবী করছি।
এসময় বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা: হানিফ, শিক্ষার্থী তাসনিম হোসাইন,শাহরিয়ার রহমান দিপু,খুশরো মুন্সি সহ অনেকে।