খবরযোগ ডেস্ক:
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১২ বারের মতো পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে আদালত এই নির্দেশ দেন।
আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেনি।
এর প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত নতুন দিন ধার্য করেন।
জানা যায়,রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়ায় থাকা বাসায় ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এক যুগ আগের ওই ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। শুরুতে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক। চারদিন পর তদন্তভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দুই মাস পেরিয়ে যাওয়ার পর হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেনি সংস্থাটি।
এদিকে সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ৩০ সেপ্টেম্বর উচ্চ আদালত এই নির্দেশ দেন।
বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন এই টাস্কফোর্স গঠন করতে নির্দেশ দিয়েছেন আদালত। স্বরাষ্ট্রসচিবের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।