টাঙ্গাইল প্রতিনিধি
দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
রবিবার (১৩ অক্টোবর) দেবী মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন। অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন করবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ, ভাঙবে তাদের মিলনমেলা।
বিজয়া দশমীতে সারাদেশের মতো টাঙ্গাইলও আয়োজকরা সন্ধ্যায় শহরের বড় পুকুরে বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেন।
এদিকে, বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।
টাঙ্গাইল পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ গুন ঝন্টু বলেন, পুজা চলাকালীন সময়ে টাঙ্গাইলে কোথাও কোন সহিংসতার ঘটনা ঘটেনি। সন্ধ্যায় প্রতিমা বিসর্জ্জন করিলাম। আমরা আজকে বিকালে শুনতে পেয়েছি কালিহাতীতে একজন যুবক নৌকা দূর্ঘটনায় মারা গেছে। আমরা শোক প্রকাশ করছি পরিবারের প্রতি।