টাঙ্গাইল প্রতিনিধি :
মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার বলেছেন, ভারত আমাদের পাশে থাকার কারণে সবাই ভারতের কথা বলছি আসলে সমুদ্র সিমায় ইলিশ মাছ টা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জায়গা । এখান থেকে পদ্মা মেঘনাতে ইলিশ আসে। গতবার কোচগার্ড যেমন সতর্ক থেকেছে তার থেকে এবার বেশি সতর্ক থাকবে। স্থল পথে চোড়াচালান হয় আমরা জানি, কিছুটা তো হচ্ছে একবারে তো বন্ধ করা যাবেনা আশা করি আমরা অতিদ্রুত বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহন করবো।
আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা পুজা উদযাপন কমিটির সাথে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আরও বলেন, পাঠ্য পুস্তকে মওলানা ভাসানীর কথা তুলে দেওয়া হয়েছে। আমি শিক্ষা মন্ত্রণালয়কে বলবো তার কথা পাঠ্য পুস্তকে তুলে ধরার যদি মানববন্ধনে দাড়াতে হয় তাও দাঁড়াব।মওলানা ভাসানী টাঙ্গাইল নয় সারা বিশ্বে বাংলাদেশকে চিনিয়েছে। আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। এছাড়া যারা কারেন্ট জাল দিয়ে মাছ মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
পুজা সম্পর্কে উপদেষ্টা বলেন,পুজা যেন সঠিক মত হয় সে জন্য কর্তপক্ষকে সকল প্রকার সহযোগিতা করা হবে। আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই সকল ধর্ম নিয়ে এক সাথে চলতে হবে। কোন ভাবে তাদের আলাদা করা যাবেনা। তাদের পুজাকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বর্তমান অন্তবর্তীকালিন সরকার।
এসময় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু,অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম, টাঙ্গাইল জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীব গুন ঝন্টু,প্রসক্লাবের সভাপতি এড.জাফর আহমেদ।