টাঙ্গাইল প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার চালক ও যাত্রীরা। গত রাত থেকে মুষলধারে বৃষ্টির ও সড়ক দুর্ঘটনার কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে না পারা এবং সেই সাথে চার লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে টাঙ্গাইল ট্রাফিক পুলিশ।
টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আনিছুর রহমান জানান, গতরাতে থেকে প্রচন্ড বৃষ্টির কারণে যানবাহন এ মহাসড়ক দিয়ে স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো চারলেনের সুবিধায় এলেঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতিতে আসে। কিন্তু এলেঙ্গা পৌঁছানোর পর থেকে যমুনা সেতু গোল চত্বর পর্যন্ত দুই লোন ব্যবহার করতে হচ্ছে । অপরদিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো যমুনা সেতু পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত দুই দুই লেনে চলতে হয়। ফলে অতিরিক্ত যানবাহনের চাপ পড়ার কারণেও এই সাড়ে ১৩ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে পুলিশ জানযট নিরসনে কাজ করছেন অল্প সময়েই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এই অফিসার।