টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে পারিবারিক কলহের জেরধরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী। গতকাল সন্ধ্যার দিকে উপজেলার দপ্তিয়ার ইউনিয়নের ফয়েজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফয়েজপুর গ্রামের নিহত মনোয়ারা মনি (৫০) স্বামী ময়নাল হক তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্বামীর পুরুষাঙ্গ কাটা থাকায় আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় স্বামী ময়নাল হকের সাথে স্ত্রীর পারিবারিক কথা কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ময়নাল হকের কাছে থাকা ধারালো কুড়াল দিয়ে মনোয়ারা মনিকে এলোপাথারি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মনোয়ারা মনিকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ঘাতক ময়নাল হককে ঘটনাস্থলেই এলাকাবাসী আটক করে পুলিশেদেয়।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নাগরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।