ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের হয়রানিমূলক মামলা, ঘুষ ও চাঁদাবাজি বন্ধের দাবিসহ দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিডস্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে শত শত ভুক্তভোগী অংশগ্রহণ করে।
সমাবেশে তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে এবং মঞ্জুর মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কামাল হোসেন, আব্দুর রউ শাহজাহান সিরাজ, আবুল হোসেন মাস্টার, নাসির উদ্দিন, রফিকুল ইসলামসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অসাধু বন কর্মকর্তাদের চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য ও মিথ্যা মামলা দিয়ে জনসাধারণকে হয়রানি করার প্রতিবাদ জানান। এসময় ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ এবং কাদিগড় বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খানকে চাকরি থেকে বরখাস্তের দাবিও জানান বিক্ষুব্ধরা। পরবর্তীতে সেনাবাহিনী, ভালুকা মডেল থানা পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা এসে জনগণকে দাবি মেনে নেয়ার বিষয়ে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।