টাঙ্গাইলের শহরের যানজট নিরসনে কাজ শুরু করেছে জেলা পুলিশ বিভাগের ট্রাফিক পুলিশ সদস্যরা। পুলিশের সাথে এখনও সড়কে রয়েছে শিক্ষার্থী, আনসার, রেট ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার সকালে পুরাতন বাসস্ট্যান্ডে শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন পুলিশ। শহরের পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, জাহাজ বিল্ডিং মোড়, নিরালা মোড় ও বেবিস্ট্যান্ডে পুলিশ থাকলেও অন্যান্য সড়কগুলোতে এখনও শিক্ষার্থীরা কাজ করছে। তবে গত কয়েক দিনের তুলনায় আজ শিক্ষার্থীদের সংখ্যাও কিছুটা কম চোখে পড়েছে ।