রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আবার আওয়ামী লীগের ব্যানার লাগানে হয়েছে। গত ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট শেষে ‘সাধারণ ছাত্র ও জনতার কার্যালয়’লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার (১৩ আগস্ট) সেখানে আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যানার লাগানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১২ আগস্ট) কোনও এক সময় ব্যানারটি লাগানো হয়েছে। তবে কে বা কারা এটি লাগিয়েছে সেটি জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কারও সাথে যোগাযোগ করাও সম্ভব হয়নি।
এর আগে গত রবিবার সকালেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা গিয়েছিল, আগুনে পোড়া কার্যালয়টির সামনে কে বা কারা ‘সাধারণ ছাত্র ও জনতার কার্যালয়’ ব্যানার লাগিয়েছিল।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান ৫ আগস্ট। এরপর আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউসহ বিভিন্ন কার্যালয় পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।