ফরিদপুরে নির্মাণাধীন একটি ১২ তলা ভবনের দশতলা থেকে ইট পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ঝিলটুলি মহল্লার অনাথের মোড় এলাকায় এঘটনা ঘটে।
নিহত ওই নির্মাণ শ্রমিকের নাম মো. জোবায়ের মোল্লা (২৫)। তিনি ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ভাষাণচর গ্রামের বাসিন্দা আলমগীর মোল্লার ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঝিলটুলি এলাকার বাসিন্দা মইনুল ওমর খাজা অনাথের মোড়ে সড়কের পাশে ১২ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করছেন। ভবনটির ১০ তলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বাকী দুইতলার কাজ চলছে। এমন আবাসিক ভবন বানিয়ে তিনি ফ্ল্যাটবাসা হিসেবে বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করে থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ভবনের নির্মাণ প্রকৌশলী শরীফ মো. ফয়সাল বলেন, সকাল থেকে ভবন নির্মাণের কাজে ট্রাকে করে ভবনের নিচে ইট আনা হয়। সেই ইট রুফ হয়েস্ট মেশিন দিয়ে ১০ তলায় তোলা হচ্ছিল। ওই সময় অসাবধানতাবশত ১০ তলা থেকে একটি ইট ওই শ্রমিকের মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অনাথের মোড় এলাকার বাসিন্দা তারিকুল ইসলাম জানান, গত প্রায় দুই বছর আগে শ্রমিকদের কাজের কোনও নিরাপত্তা ছাড়াই নির্মাণকাজ শুরু করেন ভবনের মালিক। এরপর থেকে সেভাবেই চলছিল এ কাজ। এ নিয়ে আমরা এলাকাবাসী ভবনের মালিককে সতর্ক করলে তিনি আমাদের কথা কর্ণপাত করেননি। এই মালিকের গাফিলতির কারণেই আজ একটি তাজাপ্রাণ নিভে গেল।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, এব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।