কদিন আগে চেহারা বদলে যাওয়ার ইস্যুতে আলোচনায় এসেছিলেন হলিউড তারকা সেলেনা গোমেজ। এবার আলোচনায় এলেন বাগদানের খবর নিয়ে। গুঞ্জন উঠেছে দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোরের সঙ্গে বাগদান সেরেছেন সেলেনা।
মুখে কিছু না বললেও সেলেনার হাবভাব উসকে দিয়েছে বিষয়টিকে। কেননা সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন গায়িকা। যেখানে দেখা যায়, তাঁর হাতের অনামিকা আঙুলে একটি আংটি; যে আংটিতে রয়েছে ইংরেজি অক্ষর ‘বি’।
অনেকেই মনে করছেন, এই ‘বি’ বেনি ব্লাঙ্কোর নামের প্রথম অক্ষর। তবে কি তারা বাগদান সেরে বিয়ের পথে হাঁটছেন? প্রশ্নটা ঘুরছে নেটিজেনদের মনে।
তবে বাগদানের গুঞ্জনে মুখ খোলেননি বেনি। তবে এর আগে মার্কিন গণমাধ্যমে সেলেনাকে নিয়ে বলেছিলেন, ‘সে আমার হৃদয়ের সবকিছু এবং আমার জীবনে হওয়া সবচেয়ে ভালো ঘটনা এটা। আমার সঙ্গে ও এ পৃথিবীতে অন্য সবার চেয়ে ভালো আচরণ করেছে।’
অন্যদিকে প্রাক্তন প্রেমিকদের সঙ্গে তুলনা করে বেনিকে নিয়ে সেলেনা বলেছিলেন, ‘আমি যাদের সঙ্গে থেকেছি, সম্পর্কে জড়িয়েছি, সবার চেয়ে ও ভালো।’