লন্ডনের লিসেস্টার স্কোয়ারে ১১ বছর বয়সী এক মেয়ে শিশুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এত ওই শিশুটি মারাত্মকভাবে জখম হয়েছে। সোমবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। খবর রয়টার্স
পুলিশ জানিয়েছে, তারা বিশ্বাস করে না এ হামলা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় শিশুটির মাও সামান্য আহত হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, লন্ডনের ব্যস্ততম পর্যটন এলাকায় ছুরি হামলা চালায় এক ব্যক্তি। ছুরি হামলার শিকার শিশুটির জীবন শঙ্কা মুক্ত রয়েছে।
এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ঘটনার বিস্তারিত সম্পর্কে জানতে তদন্তের কথা জানিয়েছে তারা। হামলাকারী এবং শিশুটির সঙ্গে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই বলেও ধারনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।