চলমান গাজা যুদ্ধের ৩১১ দিনে প্রায় সাড়ে ১৬ হাজার শিশু নিহত হয়েছে। সোমবার (১২ আগস্ট) গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
গণমাধ্যমটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৯ হাজার ৮৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৯ শতাংশই নারী ও শিশু রয়েছেন। গত ৭ অক্টোবর থেকে দখলদার বাহিনীর ধারাবাহিক হামলায় গাজায় আহত হয়েছেন ৯২ হাজার ১৫২ জন ফিলিস্তিনি। এসব ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।
গাজার সরকারি মিডিয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, নিহতদের মধ্যে ১১ হাজার ৮৮ জন নারী, ৮৮৫ জন চিকিৎসা কর্মী, ৭৯ জন সিভিল ডিফেন্সের সদস্য এবং ১৬৮ জন সাংবাদিক রয়েছেন। এ ছাড়া উপত্যকাটিতে অপুষ্টির কারণে মৃত্যু হয়েছে ৩৬ শিশুর।
এদিকে অপর এক প্রতিবেদনে গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে আল জাজিরা বলছে, উপত্যকার অন্তত ১২ হাজার আহত মানুষে চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রয়োজন। এছাড়া আরও তিন হাজার মানুষ বিভিন্ন জটিল রোগে ভুগছেন, যাদের বিদেশে নেয়া চিকিৎসা করা জরুরি।